মিজানুর রহমান ::
একটি নাম, একটি ইতিহাস—বেগম খালেদা জিয়া। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও আপসহীন রাজনীতির এক অবিচ্ছেদ্য অধ্যায়। সেই আপসহীন নেত্রীর রুহের মাগফিরাত কামনায় আবেগঘন পরিবেশে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের আকিলপুর গ্রামে প্রবাসী ফখরুল ইসলামের বাসভবনে আয়োজিত এই মাহফিলে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল নীরবতা, শ্রদ্ধা ও ভালোবাসার আবেশ।
আমিরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে এবং মো. নাহিদ হোসেন ও রাসেল আহমদ রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এই দোয়া ও আলোচনা সভায় বক্তারা স্মরণ করেন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন, তাঁর ত্যাগ, দেশপ্রেম ও গণতন্ত্র রক্ষায় অবিচল অবস্থানের কথা।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন আপামর মানুষের আশার প্রতীক। তাঁর জীবন আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। সেই সঙ্গে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
মন্তব্য করুন