গুলশানে ছোট ভাইয়ের বাসায় চার ঘণ্টা পরিবারের সঙ্গে একান্তে সময় কাটিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে ছিলেন তার দুই পূত্রবধূ- বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকার স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘একটি পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে ম্যাডাম তার ছোট ভাইয়ের বাসায় গেছেন। একান্তে সময় কাটিয়েছেন।’
শনিবার রাত ৯টা ১৩ মিনিটে নীল রঙের একটি প্রাইভেটকারের সামনের সিটে বসে গুলশানের বাসা ফিরোজা থেকে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় যান বিএনপি চেয়ারপারসন। ফিরোজায় ফিরে আসেন রাত ১টা ৪৫ মিনিটে।লন্ডন থেকে গত ৬ মে দেশে ফেরার পর এই প্রথম খালেদা জিয়া নিজের বাসা ফিরোজার বাইরে বের হলেন।
শামীমের গুলশানের ৪২নং সড়কে ২৪/বি বাসায় রাত সাড়ে ৯টায় খালেদা জিয়ার গাড়িটি প্রবেশ করে।বাসায় পৌঁছালে ছোট ভাই শামীম ইস্কান্দার তার সহধর্মিণী কানিজ ফাতেমা, আরেক ভাই প্রয়াত সাঈদ ইস্কান্দারের সহধর্মিণী নাসরিন আহমেদ, সেজো বোন সেলিনা ইসলামসহ পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান।
এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম শামসুল ইসলাম শামস, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
শিমুল বিশ্বাস জানান, ‘ম্যাডাম এমনিতেই সচরাচর বের হন না। পরিবারের এক অনুষ্ঠানে তিনি সেখানে গেছেন। পরিবারের সদস্যরা ভীষণ খুশি হয়েছে। বিশেষ করে ম্যাডামকে কাছে পেয়ে ছোট শিশুদের খুশির শেষ ছিল না।’
দীর্ঘ এক যুগের বেশি সময় পর এই প্রথম তিনি কোনো নিকটাত্মীয়ের বাসায় গেলেন।
খালেদা জিয়া ফিরোজা থেকে বের হওয়ার পর তার গাড়ির আগে-পেছনে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও চেয়ারপারসনের স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা নিরাপত্তা দিয়ে নিয়ে যায়।