মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। বিএনপির উদ্যোগে এবং সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) মধ্যনগর উপজেলার ৮২ গ্রাম সমন্বিত মধ্যনগরে অবস্থিত ঐতিহ্যবাহী জগন্নাথ জিউর আখড়ায় এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনায় মরহুমার আত্মার শান্তির পাশাপাশি দেশের শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রতীক। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান অনস্বীকার্য, যা জাতি দীর্ঘদিন স্মরণ করবে। তারা আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সনাতন ধর্মাবলম্বীদের এই প্রার্থনা অনুষ্ঠান মানবিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
দোয়া ও প্রার্থনা অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ধর্মের অনুসারীরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন