ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সারোয়ার আলম সাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া যায় ।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত মনোনয়ন পত্র প্রত্যাহারকারী প্রার্থীগণের মধ্যে রয়েছে সিলেট-১ আসনের এনসিপির এহতেশামুল হক ও খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনের গন অধিকার পরিষদের জামান আহমেদ সিদ্দিকি ও জামায়াতের ইসলামের মোঃ আব্দুল হান্নান; সিলেট-৩ আসনের খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, জামায়েত ইসলামের লোকমান আহমেদ ও এনসিপির নুরুল হুদা জুনেদ ; সিলেট-৪ আসনের খেলাফত মজলিসের আলী হাসান ও এনসিপির মোঃ রাশেদ উল আলম; সিলেট-৫ আসনে জামায়াতের ইসলামের হাফিজ মোঃ আনওয়ার হোসাইন খান এবং সিলেট ৬ আসনে বিএনপির ফয়সাল আহমেদ চৌধুরী।
মন্তব্য করুন