সিলেটে হারিয়ে যাওয়া ৬৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করে বিজ্ঞপ্তি পাঠান সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলার ১১টি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা বিভিন্ন ব্যক্তির হারানো মোবাইল তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে উদ্ধার করা হয়েছে। সিলেট জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় পুরো অভিযান পরিচালিত হয়।
উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মঙ্গলবার মালিকদের কাছে বুঝিয়ে দেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রফিকুল ইসলাম।
মন্তব্য করুন