ফুটপাত দখলমুক্ত করতে আসছে সাঁড়াশি অভিযান: জেলা প্রশাসক।
সিলেটের লালদিঘীরপার হকার্স মার্কেট প্রস্তুতির কাজ পুরোদমে চলছে। ফুটপাত ও রাজপথ থেকে হকারদের উচ্ছেদ এবং পুনর্বাসনের জন্য দীর্ঘদিনের স্থগিত প্রকল্পটি আবারও এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।
সম্প্রতি কিনব্রিজ থেকে হকারদের উচ্ছেদ করা হয়েছে। তাদের বিকল্প জায়গায় বসার সুযোগ দিতে লালদিঘীরপার অস্থায়ী হকার্স মার্কেটে চলছে প্রস্তুতিমূলক কাজ, যা শুরু হয়েছে সপ্তাহখানেক আগে।
মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে জেলা প্রশাসক সরেজমিনে মার্কেট প্রস্তুতির কাজ পরিদর্শন করেন। এসময় তিনি গণমাধ্যমকে জানান, প্রস্তুতি শেষ হতে আরও ১০-১২ দিন সময় লাগতে পারে।
তিনি হকার ও ছোট ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “মার্কেট উন্নয়নের কাজ যেটুকু সম্পন্ন হয়েছে, তাতেই অনেক হকার বসতে পারবেন। কাজ পুরোপুরি শেষ হলে সাঁড়াশি অভিযান শুরু হবে। তখন আর কেউ রাজপথ বা ফুটপাতে থাকতে পারবেন না।”
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকারসহ জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন