সিলেটের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোমের শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের (১৯) মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে জেলা প্রশাসন। এ জন্য তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নূরের জামান চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের প্রতিনিধি ও সিলেট জেলা শিক্ষা অফিসার। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার জেলা প্রশাসক মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর বুধবার নগরীর বনকলাপাড়া এলাকার বাসা থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, প্রাক-নির্বাচনী পরীক্ষায় পাঁচ বিষয়ে খারাপ ফল করায় শিক্ষকদের চাপ সহ্য করতে না পেরে দানিয়াল চরম সিদ্ধান্ত নেয়।
মন্তব্য করুন