সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পাঁপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাংচুরের মামলার প্রধান আসামি বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিফতাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরীর উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আমিনুর রহমান চৌধুরী সিফতা লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শাহ সিকন্দর গ্রামের মৃত ইছাক মিয়ার ছেলে।
গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সিফতাকে উপশহর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ওই মামলায় আরো ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার কোর্টে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট লালাবাজারের মসজিদের যাত্রী ছাউনী ভেঙে ড্রেন করার জের ধরে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এসময় হামলায় রেস্টুরেন্টের মালিক ও বাজার মসজিদ কমিটির কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ লিটনসহ প্রায় ৩০জন আহত হন। এঘটনায় গেল ১৭ আগস্ট জুবায়ের আহমদ লিটনের ছোট ভাই খালেদ আহমদ রাসেল বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। আর ওই মামলার প্রধান আসামি বিএনপি নেতা আমিনুর রহমান সিফতা।
মন্তব্য করুন