শাহান আহমেদ চৌধুরী :
কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সম্মানিত প্রধান পর্যবেক্ষক জনাব দুদু মিয়া সাহেবকে বাংলাদেশ আগমনের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর সন্ধ্যায় সাদমান ওভারসিজ সার্ভিস, আম্বরখানায় আয়োজিত অনুষ্ঠানে সোসাইটির নেতৃবৃন্দ, প্রবাসী কমিউনিটি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এক উষ্ণ ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন।
বাংলাদেশ পর্ষদের প্রধান সমন্বয়ক আলী নুর রশীদ সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমন্বয়ক আবদুস সোবহান, সদস্য শাহান আহমেদ চৌধুরী, তালিমুল ইসলাম, আবুল খয়ের, তাহিদুল ইসলাম ও অধ্যক্ষ সাব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব আবুসুফিয়ান চৌধুরী, প্রবাসী ব্যবসায়ী ও ড্রাইভিং ইন্সট্রাকটর রফিকুজ্জামান এবং প্রবীণ সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী।
সংবর্ধনায় দুদু মিয়া তার বক্তব্যে বলেন, “আপনাদের উষ্ণ অভ্যর্থনা আমাকে আরও দায়িত্বশীল ও প্রেরণাদায়ক করেছে। আমাদের সোসাইটির লক্ষ্য কেবল উন্নয়ন নয়, বরং সমাজে ঐক্য, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা।” তিনি আশা প্রকাশ করেন, একসাথে মিলেমিশে কলকলিয়া ইউনিয়নকে একটি মডেল এলাকার রূপ দিতে সক্ষম হবে।
অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
মন্তব্য করুন