সিলেটের পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদকে হত্যা মামলার প্রধান আসামি পুলিশের বহিস্কৃত উপ পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার গুঞ্জন দেখা দিয়েছে। আদালতের নির্দেশনা মেনে নির্ধারিত সময়ে আত্মসমর্পন করেননি তিনি। এমনকি বুধবার রায়হান হত্যা মামলার শুনানির দিনেও তিনি আদালতে আসেননি।
ফলে আকবরের পালিয়ে যাওয়ার গুঞ্জন আরও জোরালো হয়েছে। এমন গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার বিকেলে সিলেটের বন্দরবাজার ফাঁড়ির নতুন ভবন উদ্বোধনে আসেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মো, রেজাউল করিম। এই ফাঁড়িরই ইনচার্জ ছিলেন আকবর। এখানেই নির্যাতন করা হয় রায়হানকে।
স্বভাবতই আকবরের পালিয়ে যাওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয় পুলিশ কমিশনারকে। এ ব্যাপারে তিনি বলেন, অপরাধী অপরাধীই। সে পুলিশ হোক আর জনতা হোক, আইন সকলের জন্য সমান। কারো ব্যক্তিগত দায় প্রতিষ্ঠান বহন করবে না।
আকবরের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ ছিল উল্লেখ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.রেজাউল করিম। বলেন, ইতোমধ্যেই তাকে গ্রেপ্তারের উদ্যোগ নিয়েছে পুলিশ। অপরাধীকে গ্রেপ্তারের বিষয়ে কোনো বৈষম্য থাকার সুযোগ নাই বলেও জানান তিনি।
নগরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এই ফাঁড়ি পুনঃনির্মাণের ফলে অপরাধ দমনে পুলিশের তৎপরতা আরও বেগবান হবে বলে জানান পুলিশ কমিশনার।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে রায়হান উদ্দিনকে তুলে নিয়ে সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করা হয়। গুরুতর অবস্থায় পরদিন ১১ অক্টোবর সকাল সাড়ে ৭টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রায়হান।
মন্তব্য করুন