টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমান শিগগিরই বিএনপির চেয়ারপারসন হচ্ছেন: সিলেটে মির্জা ফখরুল

দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘অর্ন্তবর্তী সরকার আসার পর দেশে নতুন একটা কালচার শুরু হয়েছে-‘মবোক্রেসি’, যা গণতন্ত্রের জন্য হুমকি। এ অবস্থা থেকে আমাদের বের হতে হবে।বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের শরীকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে; তবে সেটা সর্বদলীয় সরকার হবে না। দুই একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন দেশনেত্রী খালেদা জিয়া। গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের যে স্বপ্ন তিনি দেখতেন, আগামী দিনে সেই বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের বিমানবন্দর এলাকার একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন ধরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বহুদিন পর জনগণ সেই অধিকার ফিরে পেয়েছে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে আশঙ্কার কথা শোনা গেলেও বিএনপি এ বিষয়ে শঙ্কিত নয় উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি শুরু থেকেই নির্বাচন চেয়েছে। আমরা আশাবাদী। নির্বাচন তার নিজস্ব পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়ন করবে।’বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের শরীকদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে; তবে তা সর্বদলীয় সরকার হবে না।’
 
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, আগামী দিনে সেই বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
 
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজ আমাদের সামনে একটি বড় সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয় না, গণতান্ত্রিক সংস্কৃতিও একদিনে গড়ে ওঠে না। আমাদের লক্ষ্য একটি শক্তিশালী গণতান্ত্রিক সংসদ গঠন করা।’
 
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-৪ আসনে মনোনীত প্রার্থী ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-৩ আসনে মনোনীত প্রার্থী এম এ মালিক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনে মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকিসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 
উল্লেখ্য, রবিবার একদিনের ব্যক্তিগত সফরে সিলেটে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরের শুরুতে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অচেতন করে শাবি ছাত্রীকে সংঘবদ্ধ ধ র্ষ ণে র অভিযোগ, আটক ২

1

ম্যাচ হেরে লিটনের যত অজুহাত

2

শ্রীমঙ্গলে বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

3

আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক-৬

4

নবীগঞ্জে বাবার বটির আঘাতে মেয়ের মর্মান্তিক মৃত্যু

5

উইমেন্স হাসপাতাল থেকে লাফ দিয়ে পড়ে যুবকের মৃত্

6

ভারতে বাড়ছে করোনা, বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

7

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

8

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষ, নিহত বেড়ে ৪

9

সন্তানকে তিন মাসে ৩০ মিনিটও কোলে নিতে পারেননি হাদি!

10

শিশুদের ঝগড়ায় বৃদ্ধ নিহত

11

মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬

12

সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া পুনর্নির্ধারণ

13

আখালিয়ায় গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

14

কানাইঘাটে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

15

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতায় ছাতকে ব্রাকের পাইলট প্র

16

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

17

সিলেট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মুকতাবিস-উন-নুর, সম্পাদক স

18

ছাতক-দোয়ারায় খেলাফত মজলিসের পথসভা ও শোডাউন অনুষ্ঠিত

19

সিলেটে ভারতীয় চা পাতার বিশাল চালানসহ একজন গ্রেপ্তার

20