শফিকুল ইসলাম স্বাধীন
সুনামগঞ্জ তাহিরপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে (১৩ জুলাই শনিবার (ভোর সাড়ে চারটায়, তাহিরপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। একটি স্টীলবডি নৌকা ও আনুমানিক ৪০০ ঘনফুট বালুসহ দুইজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার কোনাটছড়া গ্রামের মৃত নূর ইসলাম এর ছেলে আব্দুল কাদের (৪০) ও সোহালা গ্রামের মোঃ আলাউদ্দিন এর ছেলে মোঃ আলী হোসেন (২৯)।
এ ঘটনায় তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, "নদী ও পরিবেশ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যাদুকাটা নদীসহ কোনো স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। পরিবেশ ধ্বংসকারীদের কোনো ছাড় নেই।"
স্থানীয় বাসিন্দারা জানান, যাদুকাটা নদীতে দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল, যা নদীর স্বাভাবিক প্রবাহ ও আশপাশের পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। প্রশাসনের এমন পদক্ষেপে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে
মন্তব্য করুন