মাহিনুর ইসলাম মাহিন, (বড়লেখা) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন এ পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্প ও বিনামূল্যে চোখের ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) তালিমপুর ইউনিয়ন পরিষদে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের যৌথ অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচি'র চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।এসময় মোট ১২৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ১৫ জন রোগীকে চোখের ছানি অপারেশন করানো হয়।
উক্ত চক্ষু ক্যাম্পে রোগী দেখেন বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ জিসান আহমদ এবং সিনিয়র আউটডোর সুপারভাইজার আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমান, ২নং ওয়ার্ডের মেম্বার খয়রুল ইসলাম, সমৃদ্ধি উপজেলা সমন্বয়কারী শ্রী নন্দন বর্মন, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী সবুজ কান্তি তালুকদার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা । উক্ত ক্যাম্প টি পরিচালনা করেন স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় দাস ও সকল স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ প্রমুখ।
মন্তব্য করুন