স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার। এছাড়া প্রার্থীতার বিষয়ে আপলি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে কাল বুধবার ৪টা পর্যন্ত। এর আগে গত রোববার শাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রাথমিক প্রার্থী তালিকায় কেন্দ্রীয় সংসদে ১০৬ জন ও হল সংসদে ৮৬ জন প্রার্থী রয়েছেন।
প্রাথমিক প্রার্থী তালিকায় কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে ৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৭ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ৫ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন ও সহ-ক্রীড়া সম্পাদক পদে ৪ জন, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক পদে ২জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ৪ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ২ জন রয়েছেন। এছাড়া ধর্ম ও সম্প্রীতি সম্পাদক পদে ৪ জন, সমাজসেবা সম্পাদক পদে ৩ জন, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে ৩ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৪ জন, শিক্ষা-গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ৫ জন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ৫ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ৫ জন, পরিবহন বিষয়ক সম্পাদক পদে ৪ জন, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন বিষয়ক পদে ২ জন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ৬ জন এবং সদস্য পদে ২৬ জন প্রার্থী রয়েছেন। এছাড়া হল সংসদে ছয়টি আবাসিক হলে ৮৬ জন প্রার্থী রয়েছেন। তফসিল অনুযায়ী, শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ জানুয়ারি।
মন্তব্য করুন