সিলেটে সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা, বিশিষ্ট কমিউনিটি নেতা ও সমাজসেবী-শিক্ষানুরাগী মশাহিদ হোসাইন (ডিপিএসআই)। শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় সিলেট মহানগরের জেল রোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বিশিষ্ট সাংবাদিক-লেখক, প্রবাসীবিষয়ক গবেষক ও সিলেট বিভাগ নাগরিক ফোরামের সভাপতি মুহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক শফিক আহমদ শফির পরিচালনায় মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি করপোশেনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনয়নের সভাপতি মুহাম্মদ বদরুদ্দোজা বদর, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবির আহমদ সোহেল, জালাবাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুর রহমান চৌধুরী অ্যাডভোকেট, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ অ্যাডভোকেট এবং জামিয়া দারুল কুরআন নাজিরবাজার’র মুহতামিম মাওলানা জাহিদ হাসান।
সিলেট বিভাগ নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বাসস’র সিলেট প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, কমিউনিটি নেতা কায়েস চৌধুরী, ছড়াকার-কবি ও ব্যাংকার শাহাদাত বখত শাহেদ, সাহিত্য সংগঠক ও ছাড়কার জয়নাল আবেদিন জুয়েল, কবি-ছড়াকার এখলাছুর রহমান, সাহিত্য সংগঠক রিপন মিয়া, কবি রাজা মিয়া, যুব সংগঠক কয়েস আহমদ সাগর, খেলাফত মজলিস নেতা শামীম আহমদ, লিটন আহমদ ও এনাম হাসান প্রমুখ।
সাউথ আফ্রিকা প্রবাসী হাফিজ জুনেদ হাসানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মশাহিদ হোসাইনের বর্ণাঢ্য জীবন ও কর্ম সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার-প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিম।
মতবিনিময় সভায় বক্তারা বলেন- দেশ ও জাতির উন্নয়ন অগ্রযাত্রায় এবং জাতীয় দুর্যোগ-দুর্দিনে আমাদের প্রবাসী জনগোষ্ঠীর অবদান চিরস্মরণীয়। বিশেষ করে একাত্তরে আমাদের মহান মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসীদের ঐতিহাসিক অবদান আমাদের জাতীয় ইতিহাসে অনির্বান হয়ে আছে। প্রবাসী জনগোষ্ঠীর কাছে দেশ ও জাতি অপরিশোধ্য ঋণে আবদ্ধ। তারা আমাদের পাশে আছেন সুখে-দুঃখে। তেমনি দক্ষিণ সুরমার কৃতিসন্তান মশাহিদ হোসাইনও দীর্ঘ সময় ধরে মা-মাটির জন্য করে যাচ্ছেন। নিজ এলাকার উন্নয়নে রাখছেন উল্লেখযোগ্য অবদান। তাঁর এই মহৎ কাজ যেন অব্যাহত থাকে- এই প্রত্যাশা আমাদের।
মশাহিদ হোসাইন তাঁর বক্তব্যে বলেন- স্বৈরশাসক শেখ হাসিনার জন্য দীর্ঘ ১০ বছর আমি আসতে পারিনি। তবে বিলেতে থাকলেও ভুলিনি আমার দেশ ও দেশের মানুষকে। নানাভাবে মানুষের কল্যাণে কাজ করার প্রাণান্তকর চেষ্টা করেছি। গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সুযোগ এসেছে বাধাহীনভাবে দেশের মানুষের জন্য কাজ করার। তাই এবার বৃহৎ পরিসরে নিজ উপজেলা দক্ষিণ সুরমাসহ সমাজের উন্নয়নে জন্য কাজ করতে চাই। বিশেষ করে, সমৃদ্ধ দেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান- আগামীর বাংলাদেশের কান্ডারি জনাব তারেক রহমানঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে চাই। এ ক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা পাবো বলে আমার দৃঢ় বিশ্বাস।
মন্তব্য করুন