স্টাফ রিপোর্টার::
মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট মাছবাজার এলাকা থেকে তীর শিলং জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— কামাল হোসেন (৫৮), জামাল মিয়া (৩৪), খোকন মিয়া (৩৮), নয়ন দেব (৪১), হান্নান মিয়া (৩১) ও আশখ আলী (৪৩)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার নন-এফআইআর নং–২১০/২৫, তারিখ–২৩/১০/২০২৫, ধারা–সিলেট মহানগর পুলিশ আইন ২০০৯ এর ৯৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “জুয়া খেলা অর্থনীতি ও সমাজের জন্য ক্ষতিকর। এ ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সিলেটে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
মন্তব্য করুন