মো:মীরজাহান মিজান
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ও সন্ধ্যায় উপজেলার রাণীগঞ্জ ও পাটলি ইউনিয়নের দুটি গ্রামে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
রাণীগঞ্জ ইউনিয়নের সুবিদপুর গ্রামে আবদুল বশর (৬৪) ও মনর উদ্দিনের লোকজনের মধ্যে পূর্ব বিরোধকে কেন্দ্র করে টানা দুই দিনে দুদফা সংঘর্ষ হয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আলাই মিয়া। এ ঘটনায় আহত হয়েছেন আবদুল বশার, নুরুল হোসেন (২২), আবুল কাশেম (৩৬), আফিয়া বেগম ও মনর উদ্দিন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সুবিদপুরের সংঘর্ষে আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, একই দিন পাটলি ইউনিয়নের চকাছিমপুর গ্রামে আরেকটি সংঘর্ষে আইয়ূব আলী ও গুলনাহার বেগম নামের দুজন আহত হন। পৃথক এ দুই সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।