মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জাল টাকা লেনদেনকালে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এই গ্রেফতার কার্যক্রম পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া পয়েন্ট-বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার টাকার ২৫টি জাল নোটসহ সুজাত মিয়া (২৩) নামের এক যুবককে হাতেনাতে ধরে ফেলে। সে সুনামগঞ্জের দিরাই উপজেলার সিকান্দরপুর গ্রামের আকামত আলীর ছেলে।
অভিযানের সময় আরও তিনজন পালানোর চেষ্টা করলে কলকলিয়া শ্রমিক সংগঠনের সভাপতি নানু মিয়ার তাৎক্ষণিক সহযোগিতায় পুলিশ সুজাতকে আটক করতে সক্ষম হয়। তবে অপর দুই সহযোগী পালিয়ে যায়।
থানা সূত্রে জানা যায়, ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারকৃত সুজাত মিয়াকে শুক্রবার (২৩ মে) সুনামগঞ্জ আদালতে হাজির করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন