সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সিলেটের এয়ারপোর্ট থানাধীন আম্বরখানাস্থ হোটেল আলী বাবা ও হোটেল শেরাটনে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ৩ জন নারী সহ মোট ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- রাকিবুল ইসলাম (১৯), মো. শহীদ আহমদ (২১), ফাবিয়া সুলতান (২২), মোছা. ডালিয়া, মোছা. রুবিনা (২২)।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন