স্টাফ রিপোর্টার:
দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে টুডেসিলেট টোয়েন্টিফোর ডটকম পরিবার।
এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান টুডেসিলেট টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক আক্তার হোসেন সায়মন, প্রধান সম্পাদক এমজে এইচ জামিল, নির্বাহী সম্পাদক শাহান আহমেদ চৌধুরীসহ প্রতিষ্ঠানের সব প্রতিনিধি।
তারা বলেন, সিলেটের সাংবাদিকতায় আবুল মোহাম্মদের অবদান অনন্য। তাঁর মৃত্যু সিলেটের সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। প্রচারবিমুখ ও নির্লোভ এই কলম সৈনিক দীর্ঘদিন ধরে দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
উল্লেখ্য, সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মন্তব্য করুন