কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের নেতৃত্বে সোমবার (১০ নভেম্বর) দুপুরে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে টিলা এলাকায় গর্ত থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি লিস্টার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন—কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ (পিপিএম), ওসি তদন্ত সুজন চন্দ্র কর্মকার, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিজানুল কবির, বিজিবি ও পুলিশ ফোর্স।
অভিযান শেষে জেলা প্রশাসক সারোয়ার আলম বলেন,
যেকোন মূল্যে শাহ আরেফিন টিলা ধ্বংস করে অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা হবে। একটি অপরাধী চক্র টিলাটিকে ধ্বংস করে ফেলেছে। এর সঙ্গে যারা জড়িত, যতই শক্তিশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন,
স্থানীয় জনপ্রতিনিধিদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। কারণ, তারা শুধু জনপ্রতিনিধি নন, সরকারেরও প্রতিনিধি—তাদের দায়িত্ব রয়েছে জনগণের স্বার্থ রক্ষার।”
মন্তব্য করুন