রজকপুর এলাকায় সামাজিক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে গ্রীণ সোসাইটি যুব সংঘ। সংগঠনটির উদ্যোগে সম্প্রতি এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ পরিষ্কার ও ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ সম্পন্ন করা হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সংঘের যুব সদস্যরা।
দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তাঘাট পরিষ্কার ও চলাচলের উপযোগী হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, যুবকদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক একটি বার্তা বহন করছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তারা এই কর্মসূচি বাস্তবায়ন করেছে। ভবিষ্যতেও পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সচেতন মহলের মতে, এ ধরনের যুবসমাজভিত্তিক উদ্যোগ সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে। গ্রীণ সোসাইটি যুব সংঘের এই কার্যক্রম নিঃসন্দেহে অন্যান্য সংগঠনের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
মন্তব্য করুন