মো আল আমিন
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে উৎসবমুখর পরিবেশ ও তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যনির্ভর প্রাণবন্ত মিনি ম্যারাথন প্রতিযোগিতা। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাকে ঘিরে বুধবার উপজেলা চত্বরে সৃষ্টি হয় উৎসবের আবহ। বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস কক্ষে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মধ্যনগর উপজেলা প্রশাসন।
৮ কিলোমিটার দীর্ঘ প্রতিযোগিতার রুট ছিল উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সাড়ারকোণা মোড় পেরিয়ে আবার পরিষদ চত্বরে ফিরে আসা। দীর্ঘ পথের দৌড় হলেও শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিযোগীদের মাঝে দেখা যায় দারুণ উদ্দীপনা ও মনোবল। বিভিন্ন বয়সের কয়েক ডজন তরুণ এতে অংশ নেন। দৌড় শেষে প্রথম স্থান অর্জন করেন মিসবা আহমেদ, দ্বিতীয় স্থান রিংকু চৌধুরী, এবং তৃতীয় স্থান অর্জন করেন মুন সরকার। বিজয়ীদের দৌড়ের দক্ষতা ও শারীরিক সক্ষমতা অনুষ্ঠানে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
উদ্বোধনী অনুষ্ঠান ও প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমীন, এস আই বিকাশ সরকার, প্রভাষক নির্মল চন্দ্র সরকার, শিক্ষক গোলাম কিবরিয়া, মোঃ নাবিলসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিরা তরুণদের এমন ইতিবাচক আয়োজনকে স্বাগত জানান এবং নিয়মিত ক্রীড়া চর্চার প্রতি উৎসাহ জোগান।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, আগামী কিছু দিনের মধ্যে পরবর্তী ইভেন্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। তিনি আরও বলেন, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও আরও বাড়ানো হবে। তরুণদের শক্তিই আমাদের এগিয়ে যাওয়ার মূল প্রেরণা।
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এই মিনি ম্যারাথন মধ্যনগরের ক্রীড়া অঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করেছে বলে উপস্থিত সবাই মনে করেন।
মন্তব্য করুন