অজিত কুমার দাশ ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতক উপজেলায় সকল ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে ছাতক উপজেলায় দুই দিনব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে। শনিবার ২৪মে সকালে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আওতায় ’বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রথম ব্যাচ (১৯-২০মে) উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্ভোদন অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো:আবু নাছির,
অন্যান্য ব্যাচে উপস্থিত ছিলেন শাহ মোঃ শফিউর রহমান উপজেলা সমাজসেবা অফিসার,ছাতক।
উপস্থিত ছিলেন মোঃ মোখলেছুর রহমান অফিসার ইনচার্জ, ছাতক থানা প্রমূখ।
উক্ত প্রশিক্ষণে ছাতক উপজেলার সকল ইউনিয়ন পরিষদের ইউপি-সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন
প্রশিক্ষনটি সঞ্চালনা করেন গ্রাম আদালতের পরিচালক প্রসেনজিৎ বিশ্বাস উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত।
এতে প্রতি ব্যাচে দুইটি করে ইউনিয়ন অংশগ্রহন করে আসছে।
১৯ মে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত মোট ৬ টি ব্যাচে গ্রাম আদালত বিষয়ক ইউপি সদস্যবৃন্দের প্রশিক্ষণ চলবে।
মন্তব্য করুন