ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::
ঢাকা–সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত চারলেন প্রকল্পের নির্মাণ কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।
সোমবার (২২ সেপ্টেম্বর) আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন মহাসড়ক প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উল্লেখ্য, প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এ সড়ক অংশ দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোর কারণে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হয়।
সচিব বলেন, “নিরাপত্তার কারণ দেখিয়ে ৫ আগস্টের পর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ভারতে ফিরে গিয়েছিলেন। তবে আমরা তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছি। তারা কাজে ফিরেছেন, এবং আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই এ অংশের কাজ শেষ হবে। এতে জনসাধারণের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে যাবে।”
তিনি আরও জানান, সরাইল-বিশ্বরোড থেকে ধরখার পর্যন্ত অংশের কাজও সম্পন্ন করা হবে, তবে সেখানে কিছুটা সময় লাগতে পারে।
এ সময় সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মদ নিজাম উদ্দিন, চারলেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ প্রমুখ
মন্তব্য করুন