সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে ঢাকার গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।প্রথম দফায় বিএনপি মনোনীত প্রার্থীদের নাম যখন ঘোষণা দেওয়া হয়েছিল তখন সিলেট-৪ ও সিলেট-৫ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
এরপরই আরিফুল হক চৌধুরী ছুটে যান রাজধানী ঢাকায়। একের পর এক বৈঠক করেন দলটির নীতিনির্ধারক পর্যায়ে। তারপর সিলেট ফিরে আসেন এবং সিলেট-৪ আসনে দলীয় প্রার্থী হিসাবে নিজে ব্যাপক প্রচারণা শুরু করেন।এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। বিশেষ করে দীর্ঘদিন থেকে এ আসনে মনোনয়ন প্রত্যাশী গোয়াইনঘাট উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাকিম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের কর্মী ও সমর্থকরা তার বিরোধীতা করে নিজেদের প্রার্থীর পক্ষে প্রচারণা অব্যাহত রাখেন।আরিফুল হক চৌধুরীও এসব সমালোচনায় পাত্তা না দিয়ে নিজের কাজ নিজে করে যাচ্ছিলেন। গোয়াইনঘাট কোম্পনাীগঞ্জ ও জৈন্তাপুরের আনাচে কানাচে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন তিনি।
অবশেষে বৃহস্পতিবার বিকালে দলীয় মহাসচিব দেশের অন্যান্য কয়েকটি আসনের সঙ্গে সিলেট-৪ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।আরিফুল হক চৌধুরীর নাম ঘোষণার পর পর নিশ্চয় এখন তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তিনি ও তার কর্মী-সমর্থকরা।
মন্তব্য করুন