নিজস্ব প্রতিবেদক(সুনামগঞ্জ) ::
সুনামগঞ্জ জেলার ছাতক থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম খাঁন। সোমবার (১৮ আগস্ট) রাতে তিনি বিদায়ী ওসি মোহাম্মদ মুখলেছুর রহমান আকন্দের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
নবাগত ওসি মো. শফিকুল ইসলাম খাঁন এর আগে ময়মনসিংহ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি সিলেট রেঞ্জের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন।
এর আগে গত ১২ আগস্ট ছাতক থানার ওসি মোহাম্মদ মুখলেছুর রহমান আকন্দকে বদলি করে হবিগঞ্জ জেলায় প্রেরণ করা হয়। বাংলাদেশ পুলিশ, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুসফেকুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। একই প্রজ্ঞাপনে পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম খাঁনকে সিলেট জেলা থেকে সুনামগঞ্জে এবং পুলিশ পরিদর্শক মো. আকরাম আলীকে সুনামগঞ্জ জেলা থেকে সিলেটে বদলি করা হয়।
দায়িত্ব গ্রহণ শেষে নতুন ওসি মো. শফিকুল ইসলাম খাঁন সাংবাদিক ও স্থানীয়দের সাথে আলাপকালে বলেন, “ছাতক থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। আমি চাইব পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হোক।”
স্থানীয় মহল আশা প্রকাশ করেছে, নবাগত ওসির নেতৃত্বে ছাতক থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচার পাবে।
মন্তব্য করুন