টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

চাচা শ্বশুরের বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগে চাচা শ্বশুরের বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) রাত ১১ টায় দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তার চাচা শ্বশুরের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আহসান হাবিব রেদোয়ান (২৩) সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মনারাই গ্রামের লোকমান হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে চাচা শ্বশুরের বাড়িতে বসবাস করছিলেন।

স্ত্রী রুমি আক্তার বলেন, “সন্ধ্যার দিকে বাড়িতে এসে রাত ৮টার দিকে ঘুম থেকে উঠে পাশের রুমে যান। এরপর তার কোন সাড়াশব্দ না পেয়ে আমি খোঁজাখুঁজি শুরু করি। এক পর্যায়ে রান্নাঘরে প্রবেশ করি, তখন দেখি রান্নাঘরের মধ্যখানের টাইর সঙ্গে একটি ওড়না গলায় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন। আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।”

স্থানীয়রা জানান, আহসান হাবিব রেদোয়ান স্ত্রীসহ কয়েক মাস ধরে চাচা শ্বশুরের বাড়িতে ছিলেন। শুক্রবার দুপুরে এবং সন্ধ্যার আগে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এরপর সন্ধ্যার পর দুজন আলাদা ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে তিনি রান্নাঘরে গিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। রাত সাড়ে ১১ টার দিকে পাশের একটি রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বড়লেখা থানা পুলিশ।

এ বিষয়ে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, “স্থানীয়রা আমাকে বিষয়টি জানানোর পর আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং বড়লেখা থানা পুলিশকে বিষয়টি অবহিত করি। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।”

পুলিশ জানিয়েছে, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে শিশুকে গলাকেটে হত্যা: বাবা সুস্থ হওয়ার অপেক্ষায় পুলিশ

1

বড়লেখায় ফকির বাজার মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা

2

সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচনী মাঠে প্রার্থীদের দৌড় ঝাপ

3

ছাতকে চোরাকারবারী শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই পু

4

লালাবাজারে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আ হত ১০

5

নির্বাচন প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

6

ছাতক-দোয়ারায় খেলাফত মজলিসের পথসভা ও শোডাউন অনুষ্ঠিত

7

সিলেটে অনলাইনে জুয়া খেলার সময় ৫ জন আটক

8

একটি-ব্রিজ-বদলে-দিতে-পারে-গ্রামীণ-চিত্র

9

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ সভাপতি রফিক গ্রেফতার

10

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

11

জুড়ীতে কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের মতবিনিময়

12

সুনামগঞ্জে জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে

13

জুড়ীতে সেপটিক ট্যাংকে মানিব্যাগ তুলতে গিয়ে যুবকের মৃত্যু

14

ছাতকে চোরাচালানের রিপোর্ট করায় সাংবাদিকের উপর হামলা

15

সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত

16

সিলেটে রিকশাচালকের আত্মাহুতি: গায়ে পেট্রল ঢেলে মৃত্যু

17

ছাতকের পিয়াইন নদীতে অর্ধ কোটি টাকার মালামাল বাজেয়াপ্ত

18

২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে

19

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

20