সিলেট মহানগরীতে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত এক সপ্তাহে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে চারটি আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে। এসময় এসব হোটেল থেকে ১২ জনকে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসএমপির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সিলগালা করা হোটেলগুলো হলো— সিলেট রেস্ট হাউজ, বিলাস আবাসিক হোটেল, গ্র্যান্ড সাওদা হোটেল এবং আল সাদী হোটেল। পুলিশের মতে, এই ধরনের কঠোর পদক্ষেপ নগরীর সামাজিক শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
এসএমপি জানায়, অভিযানে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানকে পুলিশ নগরবাসীর নৈতিকতা ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,
সিলেট মহানগরীতে অসামাজিক কর্মকাণ্ড রোধে আমরা সর্বদা সচেষ্ট। গত সপ্তাহে নগরীর বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে চারটি হোটেল সিলগালা করা হয়েছে এবং ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই নগরবাসী নিরাপদ ও নৈতিকভাবে সুরক্ষিত পরিবেশে বসবাস করুক। এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”
তিনি আরও বলেন,
পুলিশ শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক নৈতিকতার রক্ষায়ও দায়িত্বশীল ভূমিকা রাখছে। নাগরিকদের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে আমরা অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে সফল হবো।
মন্তব্য করুন