টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, সিলেটে যাত্রাবিরতি

 (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে পরিবার নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে তাকে বহনকারী বিমানটি যাত্রা বিরতীতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে রয়েছে। দেশের মাঠিতে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি প্রথমে অবতরণ করে তার শ্বশুড়বাড়ির এলাকা সিলেটে।এরআগে বুধবার রাতেই যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) লন্ডনের ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমান।


 

নিরাপত্তার স্বার্থে তারেক রহমান বিমান থেকে না নামলেও তার আগমণ ঘিরে সিলেটে উৎসব বইছে। তাকে এক নজর দেখার জন্য অনেকেই বিমান বন্দরে ভিড় জমাবেন। তবে বিমাবন্দরে জমোয়েত না হওয়ার জন্যে ইতোমধ্যে দলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরবেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিষ্টার জাইমা রহমান।জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। ইতিমধ্যেই সেটি সিলেটে অবতরণ করেছে। সেখানে ঘণ্টাখানেক যাত্রাবিরতির পর বৃহস্পতিবার দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এর পর থেকে তিনি সে দেশেই ছিলেন।এদিকে সিলেট বিমানবন্দরে তারেক রহমানের যাত্রা বিরতিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকে সড়কসহ আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে সড়কে সন্দেহজনক যানবাহন তল্লাশি করতেও দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

 

সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ৯টা ৫৬ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।  বিমানের ফ্লাইট থেকে তারেক রহমান ওসমানী বিমানবন্দরে না নামলেও এ বিষয়ে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনও লেয়ার থেকেই কেউ ভেতরে ঢুকতে পারবে না।

 

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, লন্ডন থেকে প্রথমে সিলেটে আসলেও নিরাপত্তার স্বার্থে বিমান থেকে নামবেন না তারেক রহমান। দলীয় নেতাকর্মীদেরও সিলেট বিমানবন্দর এলাকায় যেতে মানা করা হয়েছে। যাত্রাবিরতির কারণে সিলেট ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

 

এ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোর থেকে বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে। সেই সাথে মাঠে রয়েছে সাদা পোশাকের পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলাবহিনীর বিভিন্ন ইউনিট। তাছাড়া বিমানবন্দর এলাকায় কোন লোকসমাগমও করতে দেয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা

1

পরকালের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন সিলেটের জেলা প্রশাস

2

সিলেটে ‘তারুণ্যের উৎসব’: জলাধার উদ্ধার ও পরিচ্ছন্নতার অভিযান

3

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

4

সিলেটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মা

5

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মধ্যনগরে বিএনপির জনসভা

6

মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬

7

আগামী নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন : সিলেটে জামায়াত

8

ছাতক-দোয়ারায় খেলাফত মজলিসের পথসভা ও শোডাউন অনুষ্ঠিত

9

মধ্যনগররে-জুলাই-গণঅভ্যুত্থান-দিবস-উপলক্ষে-বি-এনপির-আনন্দ-মিছ

10

ছাতকে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

11

দরপত্র সম্পন্ন হওয়ার আগেই পশুর হাট দখল, ছাড় দেবে না সিসিক

12

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

13

বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক

14

স্বীকার করছি আমি ডামি নির্বাচন করেছি: আউয়াল

15

সাদাপাথর লুটপাট মামলা: বিএনপি নেতা সাহাব উদ্দিনের ১ দিনের রি

16

কানাইঘাটে বজ্রপাতে মাঝির মৃত্যু

17

পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: জগন্নাথপুরে নতুন করে নিয়ন্ত্রিত

18

মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্র

19

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

20