অজিত কুমার দাশ ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি::
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার উদ্যোগে ছাতকে
সাংবাদিকদের কলম বিরতি পালিত হয়েছে।
স্বাধীনতার ৫৪ বছরেও সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠিত হয়নি। অধিকার আদায়ে ১৪ দফা দাবিতে কলম বিরতি পালন করেছেন ছাতকের সাংবাদিকরা।
গত মঙ্গলবার (২০ মে) বেলা ১২ থেকে দুপুর ১টা পর্যন্ত ছাতক কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উপজেলা কমিটির ব্যানারে এ আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং মফস্বল সাংবাদিকদের স্বীকৃতি ও সুযোগ-সুবিধা বাড়াতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাংবাদিকরা।
মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ আখতারুজ্জামান, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক শাখার সহ সভাপতি অজিত কুমার দাশ ও আরিফুর রহমান মানিক, যুগ্ন সাধারণ সম্পাদক ফজল উদ্দিন ও হাকিম ফারুক আহমদ নুমান, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজিদুল ইসলাম, রাফি হাসান সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সুরক্ষায় ১৪ দফা দাবী আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে বলে সারাদেশ ব্যাপি সাংবাদিকরা মতামত পেশ করেন।
মন্তব্য করুন