সিলেটে পরপর দুটি অগ্নিকাণ্ডে পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স এবং কুমারগাঁও বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাস পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা এসব ঘটনায় আগুন ধরিয়ে দেয়। তবে কেউ হতাহত হয়নি।
জানা যায়, রাত আড়াইটার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে মোটরসাইকেলে আসা পাঁচ যুবক অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার মুহূর্তটি হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর রাত ৩টা ৪৮ মিনিটে ঘটনাস্থল থেকে ফেরার পরই কুমারগাঁও বাসস্ট্যান্ডে আরেকটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ৩টা ৫০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শাহমসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, “সিসিটিভিতে দেখা গেছে পাঁচ যুবক দুটি মোটরসাইকেলে করে এসে অ্যাম্বুলেন্সে আগুন দেয়। পুরো অ্যাম্বুলেন্সই পুড়ে গেছে।”
ঘটনার পর রবিবার (১৬ নভেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশিও চালাচ্ছেন তারা।
মন্তব্য করুন