ঢাকামঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আজকের গুরুত্বপূর্ণ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলার সংবাদ
  7. ওপার বাংলা
  8. খেলার খবর
  9. গ্যাজেট
  10. চাকরির খবর
  11. চাকরির খোঁজ
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. ধর্ম পাতা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ঈদ বোনাসের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

admin
এপ্রিল ২, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ঈদে উৎসব বোনাস ও বেতনের  দাবিতে এবং মে দিবসের প্রচার মিছিল বিক্ষোভ সমাবেশ করেছে জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। সোমবার রাতে একটি বিক্ষোভ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি ইউসুফ জামিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সফর আলী খাঁন এর পরিচালনায়,

সমাবেশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট জেলা হোলেট শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা এস এম নুরুল হুদা সালেহ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট জেলা হোলেট শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম উজ্জল, জেলার যুগ্ম সম্পাক মো: জমির আলি, জেলা সহ সভাপতি মো: শাহ আলম, জেলার দপ্তর সম্পাদক মো: ফয়জুল মিয়া, জেলার প্রচার সম্পাদক আকিল হোসেন, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, মহানগরেদেপ্তর সম্পাদক দেলোওয়ার হোসেন, দক্ষিণ সুরমা থানা কমিটির সাবেক সভাপতি মো: বিল্লাল হোসেন, জালালাবাদ থানা কমিটির সাবেক  সভাপতি মাজেদুল ইসলাম সুজন, শাহপারান থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুল রাজ্জাক, বাবুর্চি ও কারীগর কমিটির যুগ্ম আহবায়ক মো: শিরিন মিয়া, জেলা কমিটি কার্যকারী সদস্য মো: মোজ্জামেল আলী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা মো: ফয়জুল হক, আব্দুল মতিন, ইচ্ছাক মিয়া, মো: রাজু মিয়াসসহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশ ঈদ উৎসবে মেতে উঠলেও হোটেল শ্রমিকেরা তা থেকে বঞ্চিত। প্রতি বছর ঈদ আসলে বোনাসের জন্য মিছিল-মিটিং, মালিকদের কাছে ধরনা দিতে হয়। বছরে দুইটি উৎসব বোনাস শ্রমিকদের আইনি প্রাপ্য, অথচ মালিকপক্ষ মহাধুমধামে ঈদ উৎসব উদ্‌যাপন করলেও শ্রমিকদের ঈদের ন্যায্য উৎসব বোনাস হতে বঞ্চিত করা হয়। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।