ঢাকাশুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আজকের গুরুত্বপূর্ণ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলার সংবাদ
  7. ওপার বাংলা
  8. খেলার খবর
  9. গ্যাজেট
  10. চাকরির খবর
  11. চাকরির খোঁজ
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. ধর্ম পাতা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

Today Sylhet24
ডিসেম্বর ৬, ২০২৪ ১২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুর থেকে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থান কাপড়, চকলেট ও কসমেটিকস পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি ৫৫ হবিগঞ্জ ব্যাটালিয়ন। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানকে থামতে সিগন্যাল দেওয়া হয়। চালক কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যায়। পরে বিজিবি কাভার্ডভ্যানটি তল্লাশি করে ১ হাজার ৪৭ পিস শাড়ি, ৮ হাজার ২শ ৬৭ মিটার থান কাপড়, সোফার কাপড় ৮শ ৬০ মিটার, বিভিন্ন কোম্পানির প্রায় ৬৫ হাজার পিস ক্রিম, পারফিউম ৪১২ পিস, বেবি লোশন ৩৬০ পিস ও কিটকাট চকলেট ২১ হাজার ৮৮০ পিস জব্দ করে। যার আনুমানিক মূল্য তিন কোটি ৬১ লাখ ৬৬ হাজার ১শ টাকা।

জব্দকৃত পণ্য জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে । এছাড়াও এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।