টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিতে বাড়ছে নদ -নদীর পানি

সিলেট অঞ্চলে প্রতিদিন বাড়ছে অধিকাংশ নদ-নদীর পানি। এরই মধ্যে সাগরে লঘুচাপের শঙ্কা তৈরি হয়েছে। এরআগে ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানায় আগামী ২৬ মে বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর আগে টানা ৫ দিন সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১শ ২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এসব তথ্য জানান।

এদিকে সিলেট পানি উন্নয়ন বোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে প্রতিদিনই নদ-নদীর পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি চলে যাচ্ছে। তাদের হিসাবে দেখা গেছে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বুধবার বিপদসীমার ৩ দশমিক ২১ পয়েন্টে নিচ দিয়ে প্রবাহিত হলেও পরদিন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ২ দশমিক ৯৯ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপদসীমা ১২ দশমিক ৭৫ পয়েন্ট। সিলেট পয়েন্টে বুধবার বিপদসীমার ২ দশমিক ৮৮ পয়েন্টে নিচ দিয়ে প্রবাহিত হলেও পরদিন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ২ দশমিক ৮০ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপদসীমা ১০ দশমিক ৮০ পয়েন্ট। এদিকে কুশিয়ারা নদীর পানি বুধবার আমলশীদ পয়েন্টে বিপদসীমার ৫ দশমিক ৩৬ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত ৪ দশমিক ৭২ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিলো। এখানে বিপদসীমা ১৫ দশমিক ৪০ পয়েন্ট। বুধবার শেওলা পয়েন্টে এই নদীর পানি বিপদসীমার ৫ দশমিক ৭ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত ৪ দশমিক ৬৫ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিলো। এখানে বিপদসীমা ১৩ দশমিক ৫ পয়েন্ট। বুধবার ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এই নদীর পানি বিপদসীমার ২ দশমিক ৮৩ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত ২ দশমিক ৩১ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিলো। এখানে বিপদসীমা ৯ দশমিক ৪৫ পয়েন্ট। বুধবার শেরপুর পয়েন্টে কুশিয়ারার পানি বিপদসীমার ৩ দশমিক ১০ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত ২ দশমিক ৪০ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিলো। এখানে বিপদসীমা ৮ দশমিক ৫৫ পয়েন্ট।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মিয়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। এই অবস্থায় আগামী ২৬ মে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে।শুক্রবার (২৩ মে) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্তমানে মাদারীপুর, পাবনা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও সাতক্ষীরার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

পরদিন শনিবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়েও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

রোববার (২৫ মে) সকাল ৯টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে সোমবার (২৬ মে) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়েও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়েও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

1

শাবিপ্রবির ২০৫ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা

2

জুড়ীতে নিসচা'র সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

3

৫ আগস্ট কারা আশ্রয় নিয়েছিলেন সিলেটের সেনানিবাসে

4

অভিযুক্ত হান্নানের আত্মসমর্পণ, আদালতে প্রেরণ

5

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৫১

6

শ্রীমঙ্গলে কোম্পানির বিষাক্ত বর্জ্যে পরিবেশ বিপর্যয়ের গ্রাম

7

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন,

8

সুনামগঞ্জে ৫ কোটি টাকার শাড়ি- লেহেঙ্গা জ ব্দ

9

বছর ঘুরে আজ খুশির ঈদ

10

ছাতকে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের

11

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

কমলগঞ্জে গাঁজাসহ আটক ২

14

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড

17

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

18

অচেতন করে শাবি ছাত্রীকে সংঘবদ্ধ ধ র্ষ ণে র অভিযোগ, আটক ২

19

সিলেটে প্রতিবন্ধী তরুণীকে দলবেধে ধ র্ষ ন, তিন যুবক গ্রে ফ তা

20