টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে বিএনপির ১৩টি ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন



এ.ডি অজিত (নিজস্ব প্রতিবেদক) সুনামগঞ্জ ::
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ১৩টি ইউনিয়নে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
২১ জুলাই (সোমবার) বিকেলে ছাতক শহরের সোলেমান কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক সভায় এসব কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. ফরিদ আহমদ এবং সভা পরিচালনা করেন ১ম যুগ্ম আহবায়ক মো. ফজলুল করিম বকুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক সফিকুল আলম মতি, আবু হুরায়রা ছুরত, মোশাররফ হোসেন, সদস্য ফারুক আহমদ, নজরুল ইসলাম, আবু সুফিয়ান, এনামুল হক, এডভোকেট আব্দুল কাহহার, সায়াদুর রহমান ছায়াদ, এখলাছুর রহমান, কয়েছ আহমদ, এডভোকেট আব্দুল আহাদ, দিদার আলম মেম্বার, মতিউর রহমান, হাফিজুর রহমান প্রমুখ।
ঘোষিত কমিটি সমূহ:
১. কালারুকা ইউনিয়ন:
আহবায়ক: সাজ্জাদুর রহমান
যুগ্ম আহবায়ক: লুৎফর রহমান মানিক
সদস্য: মানিক মিয়া, শাহজাহান আব্দুল্লাহ চৌধুরী, মিজানুর রহমান আমরু, আরশ আলী মেম্বার, কদরুল ইসলাম, সালেহ আহমদ মেম্বার, মখবুল হোসেন, শফিক মিয়া, উকিল আলী।
২. দক্ষিণ খুরমা ইউনিয়ন:
আহবায়ক: শামিম আলম নোমান
যুগ্ম আহবায়ক: জাহাঙ্গীর আলম
সদস্য: আজিজুর রহমান, আতিকুর রহমান তালুকদার, কাজী ইসলাম উদ্দিন, লুৎফর রহমান, মুহিবুর রহমান মেম্বার, রাকিব আলী, আব্দুল খালিক, আলী হোসেন মানিক, সুজন মিয়া।
৩. নোয়ারাই ইউনিয়ন:
আহবায়ক: ইন্তাজ আলী
যুগ্ম আহবায়ক: আনোয়ার হোসেন
সদস্য: সাইদুর রহমান, আবু ইউসুফ তালুকদার, নুরুল আমিন, আব্দুস ছালাম, আব্দুল কাইয়ুম, নুর মিয়া, আজাদ মিয়া তালুকদার, মন্তাজ আলী, ইকবাল হোসেন।
৪. ছাতক সদর ইউনিয়ন:
আহবায়ক: জাহিদুল ইসলাম আবাব
যুগ্ম আহবায়ক: কবির আহমদ মধু
সদস্য: কুতুব উদ্দিন, ইয়াকুব আলী মাস্টার, নুরুল হক, আব্দুল আমিন, তাজুল ইসলাম তালুকদার, মানিক মিয়া, খায়রুল ইসলাম, হেলাল আহমদ, নুর উদ্দিন।
৫. উত্তর খুরমা ইউনিয়ন:
আহবায়ক: আজিজুর রহমান
যুগ্ম আহবায়ক: জামাল উদ্দিন
সদস্য: আবু নছর, আব্দুল আলিম, সফজ্জুল আলী, নুরুল ইসলাম, এখলাছুর রহমান, সুন্দর আলী আঙ্গুর, ফয়জুল হক, আব্দুল আজিজ মির্জা, চেরাগ আলী।
৬. গোবিন্দগঞ্জ-ছৈদেরগাঁও ইউনিয়ন:
আহবায়ক: আব্দুল হক
যুগ্ম আহবায়ক: সামছুল হক মেম্বার
সদস্য: নুরুল হক, সাদিকুর রহমান, মুহিবুল ইসলাম শান্তি, আমিন উদ্দিন, আব্দুল হাই লিপু, বোরহান উদ্দিন ছুরত, ফিরোজ মিয়া ফটিক, সাদিক, নুরুল হাসান মটন।
৭. দোলারবাজার ইউনিয়ন:
আহবায়ক: আনোয়ার হোসেন ময়না
যুগ্ম আহবায়ক: নুরুল হক
সদস্য: মুসফিকুর রহমান, ফখর উদ্দিন, সাদিকুর রহমান, কাজী আছকির আলী, উসমান আলী, সুন্দর আলী, আলী হোসেন, নিজাম উদ্দিন, নিয়ামত উল্লাহ।
৮. শিংচাপইড় ইউনিয়ন:
আহবায়ক: মো. ফারুক আহমদ
যুগ্ম আহবায়ক: মো. শাহজাহান
সদস্য: হাজী লিয়াছ উদ্দিন, সায়েম আহমদ, আব্দুল হামিদ, ফরহাদ আহমদ গাজী মিটন, মাসুক মিয়া, আজাদ রাব্বানি, আজিজুর রহমান, কুতুবুর রহমান, মিজানুর রহমান।
৯. চরমহল্লা ইউনিয়ন:
আহবায়ক: মো. হুসিয়ার আলী
যুগ্ম আহবায়ক: মো. ইলিয়াস আহমদ
সদস্য: আবুল কালাম, ছালিক মিয়া, রমজান উদ্দিন, আবুল লেইছ, সৈয়দুর রহমান, দিলোয়ার হোসেন, আব্দুল মতিন, আনোয়ার আলী, নুরুজ্জামান।
১০. জাউয়াবাজার ইউনিয়ন:
আহবায়ক: মো. আলাউদ্দিন
যুগ্ম আহবায়ক: মো. কামাল উদ্দিন
সদস্য: আনোয়ার হোসেন সাগর, সেলিম আহমদ, আব্দুর রশিদ, আব্দুস ছালাম, কাজী ছায়াদ, আব্দুল মুক্তাদির আলমগীর, গিয়াস উদ্দিন, এস এম মাহমুদ মেম্বার, আব্দুর রফিক ভুট্টু।
১১. ভাতগাঁও ইউনিয়ন:
আহবায়ক: এস এম ছমরু মিয়া
যুগ্ম আহবায়ক: মো. সোনা মিয়া
সদস্য: আনোয়ার খান, গোলাম রাব্বানি, সিরাজুল ইসলাম দুলন, সায়াদ মিয়া, মনির উদ্দিন, কয়েছ মিয়া, ফটিক আহমদ, আব্দুল মুকিত, সোহেল আহমদ।
১২. ছৈল আফজালাবাদ ইউনিয়ন:
আহবায়ক: আব্দুর রউফ মাষ্টার
যুগ্ম আহবায়ক: মো. আহবাব মিয়া
সদস্য: আফতাব আলী, দিল হোসেন মেম্বার, আব্দুস শহিদ, জিল্লুর রহমান মানিক, নজির আহমদ, আফলু মিয়া, দবির মিয়া, সালেহ আহমদ, লাল মিয়া।



১৩. ইসলামপুর ইউনিয়ন:
আহবায়ক: হাজী আব্দুস সামাদ
যুগ্ম আহবায়ক: হাজী মো. আসিদ আলী
সদস্য: তৈয়বুর রহমান, বাবুল মিয়া, আনোয়ার হোসেন, নেছার আলী, ডা. আব্দুল হান্নান, বাবুল মিয়া, কামরুল ইসলাম, হেলাল উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম।

সভা শেষে উপজেলা আহবায়ক ফরিদ আহমদ নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং দলীয় কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ থেকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

1

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

2

ছাতকে বিএসএফ) পুশইন করা ১৬ জনকে ছাতক থে‌কে কুড়িগ্রামে পরিবা

3

আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

4

হবিগঞ্জে চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে পালাক্রমে ধর্ষণ, চালক

5

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে গ

6

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্য

7

শুধুমাত্র নামের কারনে বৈষম্যের শিকার হেয়ছে এম. সাইফুর রহমান

8

চৌকিদেখী থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

9

ছাতকে ভারতীয় (বিএসএফ) পুশ ইন করা ১৬ জনের ম‌ধ্যে পোশাক, খা

10

বড়লেখায় পদক্ষেপ'র বিনামূল্যে চিকিৎসা সেবা

11

তদন্তে সেনা সদস্যদের বিরুদ্ধে গুমে জড়িত থাকার প্রমাণ পেলে ব্

12

সুনামগঞ্জের সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান

13

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

14

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৫১

15

ঈদের নিরাপত্তায় সার্বক্ষণিক টহল টিম থাকবে সিলেট

16

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

17

সাংবাদিকদের সুরক্ষায় ১৪ দফা দাবিতে ছাতকে কলম*বিরতি

18

কোরবানির চামড়া পাচার প্রতিরোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কঠোর

19

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

20