টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুরবানির পশু নির্বাচনে যেসব ভুল করা যাবে না

ইসলামে কুরবানি একটি মহান ইবাদত। কুরবানির মাধ্যমে মুসলমানরা হজরত ইবরাহীম (আ.)-এর আত্মত্যাগের মহান শিক্ষার অনুসরণ করে থাকে। তবে কুরবানি কবুল হওয়ার অন্যতম শর্ত হলো—শরিয়তের নির্ধারিত নিয়ম মেনে কুরবানির পশু নির্বাচন করা। অনেক সময় অজ্ঞতা, অবহেলা বা হেলাফেলার কারণে এমন পশু কুরবানি করা হয়- যেগুলো শরিয়তসম্মত নয়। এতে যেমন কুরবানির উদ্দেশ্য বিফল হয়, তেমনি ইবাদতেও ঘাটতি থেকে যায়। তাই কুরবানির পশু নির্বাচনের সময় কিছু বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল রাখা জরুরি।

১. অসুস্থ ও দুর্বল পশু কেনা
অনেক সময় কম দাম বা অসচেতনতার কারণে হাড় জিরজিরে, দুর্বল কিংবা অসুস্থ পশু কিনে কুরবানি করা হয়। অথচ শরিয়ত বলছে, এমন পশু যা কুরবানির জায়গা পর্যন্ত হাঁটতে পারে না, চোখে প্রায় কিছুই দেখতে পায় না বা অতিরিক্ত দুর্বল, সেগুলো দিয়ে কুরবানি বৈধ নয়। ( সুনান আবু দাউদ, হাদিস: ২৮০২)।
২. বয়সের শর্ত উপেক্ষা করা
প্রত্যেক প্রকার কুরবানির পশুর জন্য শরিয়তে নির্ধারিত বয়স রয়েছে। যেমন: গরু ও মহিষ কমপক্ষে দুই বছর, উট পাঁচ বছর এবং ছাগল ও ভেড়া এক বছর বয়সী হতে হবে। তবে ছয় মাসের ভেড়া বা দুম্বা যদি এক বছরের মতো সুস্থ ও মোটা হয়, তাহলে তা গ্রহণযোগ্য। ( সহিহ মুসলিম, হাদিস: ১৯৬৩)।
৩. অঙ্গহানি বা অক্ষম পশু নির্বাচন
যেসব পশুর শরীরে বড় ধরনের অঙ্গহানি রয়েছে, যেমন—শিং গোড়া থেকে ভেঙে গিয়ে মগজ পর্যন্ত ক্ষত পৌঁছানো, দাঁতের অর্ধেক বা বেশি পড়ে যাওয়া, পা নষ্ট হয়ে চলাচলে অক্ষমতা, লেজের এক-তৃতীয়াংশ কাটা ইত্যাদি—এ ধরনের পশু দিয়ে কুরবানি বৈধ নয়।        (ফাতাওয়ায়ে হিন্দিয়া, খণ্ড ৫; সুনান আবু দাউদ, হাদিস: ২৮০৪)।

৪. কান নেই বা ছোট কান রয়েছে এমন পশু নিয়ে বিভ্রান্তি

অনেকের ধারণা, পশুর কান ছোট হলে কুরবানি হয় না। অথচ শরিয়ত বলে, পশুর কান একেবারেই না থাকলে কুরবানি হবে না কিন্তু স্বাভাবিকভাবে ছোট কান থাকলে কুরবানি বৈধ। (বাদায়েউস সানায়ি, খণ্ড ৪)।

৫. গর্ভবতী পশু কিনে দ্বিধাদ্বন্দ্বে পড়া

কোনো গাভি বা ছাগি গর্ভবতী হলে তা কুরবানি করা বৈধ। তবে জবাইয়ের পর যদি পেটে জীবিত বাচ্চা পাওয়া যায়, তাকেও আলাদা করে আল্লাহর নামে জবাই করতে হয়। (আল-মুগনী – ইবনে কুদামা; সহীহ বুখারী)।

৬. কুরবানির পশু হালালভাবে না কেনা

চুরি করা, আত্মসাত করা, জোর করে দখল করা বা অবৈধভাবে কেনা পশু দিয়ে কুরবানি করা সম্পূর্ণ হারাম। ( সহিহ বুখারী, হাদিস: ১৯৪০)।

৭. পশুর শরীরের চেহারা দেখে অতিরিক্ত আত্মবিশ্বাস

কোনো পশু বাহ্যিকভাবে মোটা বা সুন্দর দেখালেই সে কুরবানির উপযুক্ত নয়। বয়স, স্বাস্থ্য, অঙ্গপ্রত্যঙ্গ, চোখ, দাঁত, লেজ ইত্যাদি দেখে নিশ্চিত হয়ে তবেই পশু নির্বাচন করতে হবে। (ইসলামিক ফাউন্ডেশন ফিকহ বিভাগ, কুরবানি নির্দেশিকা)

উপসংহার

কুরবানি হলো আত্মত্যাগ ও ইবাদতের এক অনন্য নিদর্শন। এটি কেবল পশু জবাই নয় বরং আল্লাহর আদেশ মেনে ত্যাগের অনুশীলন। তাই কুরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে আমাদের খুব সচেতন থাকা জরুরি। শরিয়তের নিয়ম-কানুন জানা এবং অনুসরণ করা আমাদের কুরবানিকে কবুল হওয়ার পথে সহায়ক করে তোলে। ভুল ও গাফিলতির কারণে যেন ইবাদতে ঘাটতি না হয়, সে জন্য প্রত্যেক মুসলমানকে কুরবানির পশু নির্বাচনে সতর্ক থাকতে হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৩০

1

জগন্নাথপুরে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ১০

2

হেলমেট না পরলে সিলেটে মোটরসাইকেল চালক ও যাত্রীকে ৬ হাজার টাক

3

ছাতকে বিএসএফ) পুশইন করা ১৬ জনকে ছাতক থে‌কে কুড়িগ্রামে পরিবা

4

বড়লেখা তীব্র গরমে শ্রমজীবী মানুষের পাশে নিসচা

5

জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

6

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

7

নবীগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ: নিহত ১, আহত দেড় শতাধিক

8

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যুগ্ম সাধারণ সম্পা

9

সিলেটসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

10

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

11

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

12

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষ, নিহত বেড়ে ৪

13

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস,

14

সিলেটের উপ-পুলিশ কমিশনারসহ সাত পুলিশ সুপারকে বদলি

15

সুনামগঞ্জে জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে

16

রিমন হত্যায় সাংবাদিকসহ ১৮৪ জনের নামে মামলা,

17

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটিকে জেলা বিএনপির অভিনন্দন

18

সিলেটসহ চার বিভাগে বৃষ্টির আভাস

19

ছাতকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

20