ছাতক প্রতিনিধিঃ
ছাতকে (সুনামগঞ্জ) জুলাই সনদ ঘোষণা ও গণহত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ছাত্র মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল শহর পদক্ষিন করে পৌর শহরের ট্রাফিক পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।
শাখা সভাপতি আলী আজমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সেক্রেটারি জুবায়ের নাবিল, খেলাফত মজলিস ছাতক পৌর শাখার সহ সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক সুলেমান আহমদ তালুকদার,সহ সাধারণ সম্পাদক মাওলানা উমায়রুল ইসলাম তাজুল, হাফিয সিদ্দিক আহমদ, ছাত্র মজলিস দোয়ারাবাজার উপজেলা দক্ষিণ শাখার সভাপতি হাবিবুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন - গণ-অভ্যুত্থানের এক বছর পূর্ণ হওয়ার পরও গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি। এবং জুলাই সনদ ঘোষণার ব্যাপারেও টালবাহানা করা হচ্ছে, সময়ক্ষেপণ করা হচ্ছে।
তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন- অবিলম্বে হত্যাকারী ফ্যাসিবাদের দোসরদের বিচার দৃশ্যমান করতে হবে। এবং জুলাই মাসের ভিতরে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। নতুবা ছাত্র জনতা এটা আদায় করে ছাড়বে।
এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,ছাতক আশাকারচর মাদরাসা শাখা সভাপতি উবায়দুল্লাহ, গনেশপুর মাদরাসা শাখা সভাপতি সাজ্জাদ আহমদ প্রমূখ।
মন্তব্য করুন