সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে মারধর করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। গতকাল সোমবার (২১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সিলেট নগরের আম্বরখানাস্থ সাপ্লাইরোড এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে সে পুলিশের তদারকিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আব্দুল আহাদ (২৭) সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাপ্লাই রোডের কলবাখানি এলাকার গোলাম গফুর মিয়ার ছেলে।
জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর আম্বরখানাস্থ সাপ্লাইরোড এলাকায় স্থানীয় লোকজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আব্দুল আহাদকে সাপ্লাই রোড এলাকায় মারধর করে সিলেটের এয়ারপোর্ট থানায় সৌপর্দ করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলাও রয়েছে। বর্তমানে সে পুলিশের তদারকিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, সোমবার রাতে তাকে ধরে মারধর করে স্থানীয় জনতা পুলিশের হাতে সৌপর্দ করেন। তার বিরুদ্ধে চিনি চোরাচালানী সহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একাধিক মামলা রয়েছে। ছাত্রলীগের কমিটি না হওয়াতে তার ছাত্রলীগের দলীয় কোনো পদবী পাওয়া যায় নি। আমরা সেটা আরো খুঁজে দেখতেছি। তবে সে চিনি চোরাচালান কাজে জড়িত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক মেয়ে শিক্ষার্থীর গলায় চেপে ধরার ছবি ভাইরাল হয়েছে। এছাড়া জেলা ছাত্রলীগের সেক্রেটারী রাহেল সিরাজের সাথেও তার একাধিক ছবি রয়েছে। বর্তমানে সে পুলিশের তদারকিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে কিছুটা সুস্থ হলে আমরা তাকে আদালতে প্রেরণ করবো।
মন্তব্য করুন