মোঃ মীরজাহান মিজান, বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উলুকান্দি গ্রামে শুক্রবার সকালে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী জামাল মিয়া অভিযোগ করে বলেন, একই গ্রামের সাবেক ইউপি সদস্য ফারুক মিয়া ও তার সহযোগীরা তার বাড়ির আঙিনায় লাগানো কুমড়ার গাছ উপড়ে ফেলেন। বাধা দিতে গেলে তারা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেন এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান।
অভিযুক্ত ফারুক মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “জামাল মিয়া আমার জায়গা দখলের চেষ্টা করছিলেন। নিজেরাই ভাঙচুর করে আমাদের নামে মিথ্যা অভিযোগ তুলেছে।”
এ বিষয়ে গ্রামের শালিসি ব্যক্তি মাওলানা দবিরুল ইসলাম বলেন, কুমড়ার গাছ উপড়ে ফেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে জামাল মিয়ার পক্ষ থেকে মরিচ পানি ছোড়া হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার মতে, জামাল মিয়ার পরিবার স্থানীয়দের পরামর্শ না মানায় গ্রামবাসীর মধ্যে তাদের প্রতি ক্ষোভ রয়েছে।
মন্তব্য করুন