মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের শতভাগ মনিপুরী মুসলিম অধ্যুষিত গ্রাম পশ্চিম কান্দিগাঁও। এ গ্রামের ক'জন তরুণের খেদোক্তি। আদমপুর বাজার গ্রামীন ব্যাংকের সম্মুখ থেকে পশ্চিম কান্দিগাঁও রাস্তায় প্রতিদিন কয়েকশো মানুষের যাতায়াত। অথচ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খানাখন্দে ভরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।সংযোগ সড়কটি একেবারে ভেঙে পড়েছে।এ রাস্তাটি সংস্কারে অবশেষে নিজেরাই টুকরি,কোদাল হাতে নিয়েছে গ্রামবাসী। গত দুদিন ধরে সকাল থেকে সন্ধ্যা এলাকার প্রবীণ ও যুবকরা স্বেচ্ছায় সড়ক মেরামতের কাজ করেন। তাঁরা রাস্তার পাশে কৃষি জমি থেকে মাটি দিয়ে সড়কটি মেরামত করেন। পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া সড়কে এখন হালকা যানবাহন চলাচল শুরু হয়েছে। যদিও বৃষ্টিতে আবারও কর্দমাক্ত হয়ে গিয়েছে। তবু নাই মামার চেয়ে কানা মামা।এ বছরের শুরুতে স্থানীয় জনগণ আশা করেছিল নতুন পরিবেশে রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। তারা যথাসময়ে উপজেলা পরিষদে লিখিত আবেদনও জমা দেন। কিন্তু এখনো কোন কাজ না হওয়ায় আশাহত তারা।এ গ্রামের বাসিন্দা কবি, লেখক মনিপুরী ভাষার গবেষক হাজী আব্দুস সামাদ বলেন, ‘এই রাস্তায় স্কুলগামী ছেলে-মেয়েরা হাঁটতে পারে না, বর্ষায় পানি উঠে যায় কোমর পর্যন্ত। আমরা না দেখলে কে দেখবে? বয়োবৃদ্ধ আব্দুল কাদির ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দীর্ঘদিন থেকে অবহেলিত এ রাস্তাটিতে কারো নজর পড়েনি। স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত রাস্তাটির টেকসই উন্নয়নের উদ্যোগ গ্রহনের দাবী জানানো হয়।’ তবে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন জানান , ‘এই রাস্তাটি পূর্বে একাধিকবার সংস্কার করা হয়েছিল। কিন্তু কয়েকবারের বন্যায় রাস্তাটি বিনষ্ট হয়ে গেছে। ইউনিয়ন পরিষদ থেকে একটি স্থায়ী উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সময়ের ভিতরে কাজ শুরু হবে। আশা করছি আর কষ্ট করতে হবে না।’ এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর গ্রামবাসীকে সেচ্ছায় সড়ক সংস্কার করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ রাস্তাটি টেকসই উন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে এই প্রতিবেদককে বলেন, দ্রুত সময়ের ভিতরে সড়ক সম্পূর্ণ চলাচল উপযোগী করে তোলা হবে।’
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্
1
জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা
2
ছাতকে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্
3
শাহ খুররম ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠ
4
ছাতকে ১৮ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ তিনজন আটক
5
তদন্তে সেনা সদস্যদের বিরুদ্ধে গুমে জড়িত থাকার প্রমাণ পেলে ব্
6
বড়লেখায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
7
কী বলা আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে?