সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের বেসরকারি কর্মচারীদের সংঘঠন সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ইউনিয়ন মুরারিচাঁদ কলেজ শাখার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান সাক্ষরিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এর আগে গত শনিবার বেসরকারি কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের দায়িত্বভার গ্রহণ করেন এবং উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানান।
সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত খসড়া পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে উপদেষ্টা মণ্ডলী হিসেবে রয়েছেন প্রভাত মালাকার, অরবিন্দু দাস, জাকির হোসেন, নজরুল ইসলাম (অপু), সায়েদ আহমদ, গুলজার আহমদ।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে রাজু আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে মো. হুমায়ুন রশিদকে মনোনীত করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্মল কান্তি সিংহ, সহ-সভাপতি পদে রাজন মিয়া ও মিনওয়ার হোসেন রাহাত, সহ-সাধারণ সম্পাদক তপু মল্লিক, সাংগঠনিক সম্পাদক হিসেবে পারভেজ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক বাদল আহমদ ও মো. শরিফ আহমদ, কোষাধ্যক্ষ পিকলু মালাকার, সহ-কোষাধ্যক্ষ মামুন আহমদ (নয়ন), মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে স্বর্ণা মালাকার মিত্রা ও রুবিনা বেগম, দপ্তর সম্পাদক ইমরান আহমদ (ইরান), প্রচার সম্পাদক কে এম কুঞ্জধন (নন্দ দুলাল), সহ-প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস ও সেলিম মিয়া।
এছাড়া কমিটিতে কার্যকরী সদস্যরা হলেন- লায়েদ আহমদ, শামসুদ্দিন আহমদ, রেজাউল করিম, ফজলুর রহমান ফাহাদ (সুজন), আরমান আহমদ (মামুন), শাজান আহমদ (ইস. ইতি), কেসব মালাকার, এবং মো: লায়েক মিয়া।
নবনির্বাচিত সভাপতি রাজু আহমদ ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন রশিদ তাদের যৌথ বক্তব্যে বলেন, এই কমিটির মাধ্যমে আমরা আরও সুসংগঠিত ও সক্রিয়ভাবে কাজ করবো। সকল সদস্যের ঐক্য ও সহযোগিতা আমাদের শক্তি। এই কমিটি কলেজের বেসরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকার আদায়ের ক্ষেত্রে একযোগে কাজ করবে। বিজ্ঞপ্তি