 
                                        
নিজস্ব প্রতিবেদক:
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী জানিয়েছেন, এখন থেকে জিডি বা মামলা করতে থানায় যাওয়ার প্রয়োজন হবে না। নাগরিকদের সুবিধার্থে “GenieA App” এর মাধ্যমে সেবাগুলো হাতের নাগালে নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, “এই অ্যাপের মাধ্যমে এক ক্লিক করলেই পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাবে। নাগরিকরা এখন যেকোনো ধরনের সহায়তা খুব সহজেই পাবেন।”
শুক্রবার (৩১ অক্টোবর) নগরীর উপশহর বি-ব্লকের বাইতুল মামুর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে পূর্ববর্তী বয়ানকালে এসব কথা বলেন এসএমপি কমিশনার।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে GenieA App মোগলাবাজার থানায় চালু করা হয়েছে এবং জনগণের কাছ থেকে ইতোমধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে শাহপরাণ (রহ.) থানা ও দক্ষিণ সুরমা থানায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। আগামী মাসে ‘আইনি সেবা’ নামে অ্যাপটির নতুন একটি সুবিধাও যুক্ত করা হবে।
কমিশনার বলেন, “যদি কেউ বিপুল পরিমাণ টাকা এক স্থান থেকে অন্য স্থানে নিতে চান, পুলিশ বিনামূল্যে নিরাপত্তা সহায়তা দেবে।”
সিলেটকে একটি সুন্দর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমার লক্ষ্য সিলেটকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল শহরে পরিণত করা।”
এ সময় তিনি মেট্রোপলিটন এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের কম বেতন-ভাতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “এই শহরে প্রায় ৯০০টির বেশি মসজিদ আছে, কিন্তু অধিকাংশ ইমাম ও মুয়াজ্জিন মাত্র তিন থেকে পাঁচ হাজার টাকা বেতন পান। ধর্মের আলো ছড়ানো এ ব্যক্তিদের ন্যায্য সম্মানী না দিলে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়।”
নামাজ শেষে কমিশনার মুসল্লিদের মাঝে GenieA App-এর লিফলেট বিতরণ করেন।
মন্তব্য করুন