সিলেটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভাকে এক সাংবাদিকের মোবাইল ফোন চুরি হয়েছে। ওই অনুষ্ঠান থেকে আরও কয়েকজনের মোবাইল ফোন চুরি হয়েছে বলে জানা গেছে।
সোমবার দুপুরে নগরীর পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেকের উদ্যোগে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই অনুষ্ঠানে দায়িত্ব পালন করতে যান সিলেটের সাংবাদিকবৃন্দ। বেলা আড়াইটার দিকে দায়িত্ব পালন থাকাকালীন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিলেট অফিসের ভিডিওগ্রাফার মোজাম্মেল হকের ব্যবহৃত honor মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।
এ বিষয়ে মোজাম্মেল হক বলেন, পূর্বঘোষিত অনুষ্ঠানে দায়িত্ব পালন করতে গিয়ে সিলেট বিএনপির সভাস্থল থেকে আমার ব্যবহৃত honor মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। কে বা কারা এই কাজটি করেছে তা বলতে পারছি না। এছাড়া পুরো অনুষ্ঠান জুড়ে নানা অব্যবস্থাপনা ও নেতাকর্মীদের উশৃঙ্খল আচরণ নিয়েও উষ্মা প্রকাশ করেন তিনি।
হারানো মোবাইল ফিরে পেতে জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান মোজাম্মেল হক।
মন্তব্য করুন