টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন : সিলেটে জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন। তিন তিনটি নির্বাচনে মানুষ তার পছন্দ অনুযায়ী ভোট দিতে পারে নি, প্রার্থী বা দল বাছাই করতে পারে নি। আমরা আশা করি আগামী বছরের প্রথমাংশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং হওয়া উচিত। এর সাথে আমরা এটাও বলেছি, যদি প্রয়োজনীয় বা বেসিক সংস্কার করা না হয়, আর যদি আগের মতোই নির্বাচন হয়, এই নির্বাচন জাতির জন্য আরেকটি দুঃখ এবং বেদনার কারণ হবে। আমরা এটা দ্ব্যর্থচিত্তে হতে দিতেও পারি না। এজন্য প্রয়োজনীয় সংস্কার আর অপরাধীদের বিচার।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সিলেটের জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমরা জানি এইসময়ে বিচারকার্য শেষ করা সম্ভব না। কিন্তু, এই বিচারের সময়ে সরকার এবং বিচার বিভাগের আন্তরিকতাটা দেখতে চাই। আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই। দুই চারটা হলেও শীর্ষ অপরাধীদের শাস্তি দেখতে চাই। এর পরে এর দ্বারা অব্যাহত থাকবে। পরে যারা দেশের শাসন ক্ষমতায় আসবেন, সেই বিচারকার্যটা চালিয়ে যাবেন। যদি কেউ ধানাই-পানাই করেন, মনে রাখবেন যুবকরা রাস্তা চিনে ফেলছে। আগামীতে আপনি করেন আর আমি করি, ধানাই-পানাই করলে আপনাকে বা আমাকে ছাড় দিবে না।

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতি আমাদের সংস্কৃতি নয়, চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয়, দখলদারী আমাদের সংস্কৃতি নয়। যে দল তার কর্মীদেরকে এভাবে গড়ে তুলতে পেরেছে, সেই দলের হাতে দেশ আসলে ইনশাআল্লাহ দেশ গড়ে তুলতে পারবে। যেই দল তার কর্মীদের সামাল দিতে পারছে না বা পারবে না, সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষও নিরাপদ নয়।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও নায়েবে আমীর নুরুল ইসলাম বাবুলের যৌথ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- জামায়াতের সহকারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী জয়নাল আবেদীন, হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মুখলেছুর রহমান, বাংলােদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সায়িদ সহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহত সদস্যরা।

দোয়া মাহফিলে মোনাজাত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

1

যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ

2

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

3

জুড়ীতে চা–শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার

4

অভিযুক্ত হান্নানের আত্মসমর্পণ, আদালতে প্রেরণ

5

নগরীর-আরমবাগে যুবতীর রহস্যজনক মৃত্যু

6

শ্রীমঙ্গলে রান্না ঘরের সিলিংয়ে ঝুলছিল অজগর

7

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

8

ছাতক উপজেলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

9

ছাতক হাইস্কুলের শতবর্ষী পুকুর রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয় ব্

10

ছাতকে ভাতিজার হাতে চাচা খুন

11

৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত

12

বিয়ানীবাজারে সড়কে ঝরলো কলেজ ছাত্রীর প্রাণ

13

ছাতক সিমেন্ট ফ্যাক্টরির বিক্রয় দরপত্রে সর্বোচ্চ দরদাতার পে–অ

14

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

15

উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: প্রেস উইং

16

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

17

এনসিপির সমাবেশে হামলা-সংঘর্ষ সিলেটে, সড়ক ব্লকেড

18

হবিগঞ্জে ১৩ যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

19

ছাতক পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

20