টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে সম্পদের জন্য বয়স্ক দম্পতির ওপর ছেলের নির্যাতন: মায়ের মুখে বিষ ঢালার অভিযোগ



পারিবারিক সম্পদ দখলের উদ্দেশ্যে নির্যাতনের অভিযোগ; ওসি বললেন, ‘বিষয়টি আমার জানা নেই’


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের গোয়াইনঘাটে পারিবারিক সম্পদ দখলের উদ্দেশ্যে এক প্রবীণ দম্পতিকে বাড়িতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আরও চাঞ্চল্যকর বিষয় হলো— অভিযোগ অনুযায়ী ছেলেসহ পরিবারের সদস্যরা বয়স্ক মায়ের মুখে জোরপূর্বক বিষাক্ত তরল ঢেলে হত্যার চেষ্টা করেছে। ঘটনাটি ঘটেছে গত ২৯ সেপ্টেম্বর রাতে উপজেলার তোয়াকুল ইউনিয়নের পূর্ব পেকেরখাল (লক্ষীনগর) এলাকায়।
অভিযোগকারী সাব্বির মিয়া (৮০) জানান, তার ছেলে বদরুল ইসলাম (৫০), নাতি হানিফ মিয়া (২৫), মোস্তাফা মিয়া (২০), ছেলে বউ সামিরুন বেগম (৪৫) এবং আরও কয়েকজন মিলে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে বাড়িতে প্রবেশ করে তাদের দুজনকে হাত-পা বেঁধে পিটুনি দেয়। পরে তার স্ত্রী মালিকা বেগমের (৭৫) মুখে কাঁচের বোতল থেকে বিষ ঢেলে দেওয়া হয়।
স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত মালিকা বেগমকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
অভিযোগে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বদরুল ও তার সহযোগীরা জমি নিজেদের নামে লিখে নেওয়ার জন্য সাব্বির মিয়াকে চাপ দিচ্ছিল। তিনি থানায় অভিযোগ দেওয়ার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উপস্থিত সাক্ষী হিসেবে কয়েকজন স্থানীয় বাসিন্দার নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন ফখরুল ইসলাম, নজরুল ইসলাম, আনোয়ারা বেগম, ইউনুস আলী, আয়াত উল্লাহ, আলিম উদ্দিন ও জমির উদ্দিন প্রমুখ।
স্থানীয়রা ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমার জানা নেই, আমার কাছে কেউ আসেনি।” তবে স্থানীয় এক সাংবাদিককে তিনি স্বীকার করেছেন যে, “অভিযোগটি তদন্তের দায়িত্ব এসআই সাহাব উদ্দিনকে দেওয়া হয়েছে।”
ওসির এই পরস্পরবিরোধী বক্তব্যে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তুলেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মামলা

1

ছাতকে সরকারী খাদ্যগুদামে ধান সংগ্রহের নামে ব‌্যাপক অনিয়ম-দূর

2

সুনামগঞ্জে হত্যা মামলায় ছেলের মৃত্যুদন্ড ও মায়ের যাবজ্জীবন

3

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন সিলেট মহানগর জামায়াত

4

ছাতক সীমান্ত দিয়ে পুশইন করা ১৭জনকে মানবিক সহায়তা দিলেন ইউএনও

5

সেনাবাহিনীর ‍উপর হামলা: উপজেলা বিএনপি ’র সভাপতিসহ ৯ জন কারাগ

6

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা: আহত ৮৫ জন ঢামেকে

7

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

8

পাঁপড়ি রেস্টুরেন্টে ভাঙচুরের মামলার প্রধান আসামী বিএনপি নেতা

9

জাউয়া বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত

10

ছাতকে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

11

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

12

ছাতকে ৯ টি ইউনিয়ের বিএনপি'র নেতা-কর্মীদের যৌথ কর্মীসভা অনুষ

13

সুনামগঞ্জে ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল একেএম জাকারিয়া কাদি

14

বন্দরবাজারের সিটি হার্ট আবাসিক হোটেল থেকে ২ তরুণী ৮ পুরুষ আ

15

বালু ও মাটির নিচে রাখা ৫ হাজার ঘনফুট পাথর জব্দ

16

সিলেটে রিকশাচালকের আত্মাহুতি: গায়ে পেট্রল ঢেলে মৃত্যু

17

শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে সিলেটে সাংবাদিক সমাবেশ

18

দরিদ্র বাবার কন্যা ফারজানার স্বপ্নপূরণের পথে

19

ঢাকা বিমানবন্দরে আগুন, ফ্লাইট নামছে চট্টগ্রাম সিলেট কলকাতায়

20