মোঃ মীরজাহান মিজান, বিশেষ প্রতিনিধি" জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সোমবার রাতে জগন্নাথপুর পৌরসভার কেশবপুর বাজার এলাকা থেকে সিআর-০৮/২৫ (জগঃ) মামলার পলাতক আসামি মোঃ সাহাঙ্গীর হোসেন (৩৫), একই পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে সিআর-৯২/২৩ (জগঃ) মামলার পলাতক আসামি মিসির আলী এবং কেশবপুর (বরাকা) গ্রামের হুসিয়ার খানের ছেলে জিআর নং-২৯৭/২০২২ মামলার পলাতক আসামি আব্বাছ খানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার (২০ মে) পুলিশের প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।