ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ছয় দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।
গত সোমবার (১৯ মে) সকালে ছাতক উপজেলা কৃষি অফিসের প্রাঙ্গণে এ কৃষি মেলার উদ্বোধন করেন সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান সভাপতিত্বে উপজেলা অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সুহরাব উদ্দীন। আলোচনা সভা শেষে অতিথিরা কৃষি মেলার ৯ টি স্টল পরিদর্শন করেন।