নিজস্ব প্রতিবেদক:: দৈনিক বর্তমান সিলেট প্রতিনিধি সাংবাদিক আব্দুল মুক্তাদিরের সোবহানিঘাট অফিসে ইফতার মাহফিলের আয়োজন সম্পন্ন। সাংবাদিক আব্দুল মুক্তাদির বলেন রমজান মাস হল গুনাহ মাফের মাস দেশজাতিসহ সকলের জন্য কল্যাণ কল্যাণ কামনা এবং উন্নতি ও সবার সুস্বাস্থ্য কামানা করি আজকের আয়োজন ছোট্ট পরিসরে ইনশাআল্লাহ আগামীতে বড় পরিসরে হবে। ইফাতার মাহফিল কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় পরে বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে শুরু হয়। দোয়া পরিচালনা করেন দৈনিক ভোরের ডাকের সিলেট প্রতিনিধ আজিজুল হক। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলাদেশ সমাচার সিলেট প্রতিনিধি সুনিমল সেন, দৈনিক ভোরের ডাক সিলেট প্রতিনিধি আজিজুল হক, টুডেসিলেটের নির্বাহ সম্পাদক ও নাগরিক সংবাদ এর সিলেট প্রতিনিধি শাহান আহমেদ চৌধুরী, মুহিবুর রহমান দৈনিক শায়েস্তাগঞ্জের বাণি, মোশারফ খান দৈনিক বাংলাদেশ সমাচার, স্বর্ণজিৎ দেবনাথ সাপ্তাহিক ভোরের সিলেট প্রমুখ।