সামাজিক সংগঠন ‘খোলো দ্বার’ সংস্থার উদ্যোগে কুরআনের পাখি খ্যাত হাফেজ ও এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার নগরীর উম্মুল কুরা একাডেমি প্রাঙ্গণে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘খোলো দ্বার’ সংস্থাটির ডিরেক্টর ও ফাউন্ডার সাহরিন সুলতানা রিংকি, সংস্থার সদস্য খাদিজা রাহমান জনি, সমাজকর্মী ও স্বেচ্ছাসেবক রনি আহমেদ, উম্মুল কুরা একাডেমীর মহাপরিচালক আহমাদুল হক উমামা ও মাদ্রাসার অন্যান্য ওস্তাদগণ। তাদের স্নেহ ও ভালোবাসায় এতিম ও দরিদ্র শিশুদের সাথে এক বিশেষ মুহূর্তের সৃষ্টি হয়।
আয়োজক বৃন্দ বলেন- এই মহতী কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সমাজের অসহায় ও দারিদ্র্যপীড়িত শিশুদের পাশে দাঁড়ানো ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ‘খোলো দ্বার’ সবসময় চেষ্টা করে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ও তাদের সহায়তায় কাজ করতে। অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয়।
১খোলো দ্বার’ সংস্থা তাদের আগামী দিনের কর্মসূচিগুলোর মধ্য দিয়ে সমাজের অসহায়দের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এই মহতী উদ্যোগকে সফল করতে যাঁরা অর্থ, সময় ও শ্রম দিয়ে সহায়তা করেছেন, তাঁদের প্রতি সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।